১০ থেকে ৪০ তম বিসিএস এর Synonyms ও Antonyms সবগুলো একসাথে
বিসিএস কিংবা যেকোন চাকরির পরিক্ষায় ভালো করার একটা বড় হাতিয়ার হল প্রচুর পরিমানে ইংরেজি Synonym & Antonym জানা। যে যত বেশী পরিমানে ইংরেজি শব্দার্থ মুখস্থ করবে সে প্রতিযোগিতায় তত এগিয়ে থাকবে। বিগত ১০ম থেকে ৪০তম বিসিএসে আগত শব্দগুলো মনে রাখা খুবই জরুরী। কেননা বিভিন্ন চাকরির পরিক্ষায় এই শব্দগুলোই বার বার আসে।