কম্পিউটারের প্রকারভেদ
প্রয়োগের উপর ভিত্তি করে কম্পিউটার ২ প্রকার-
- সাধারণ কম্পিউটার
- বিশেষ কম্পিউটার
গঠননীতির উপর ভিত্তি করে কম্পিউটার ৩ প্রকার-
- এনালগ কম্পিউটার
- হাইব্রিড কম্পিউটার
- ডিজিটাল কম্পিউটার
কর্মদক্ষতা ও আকার-আকৃতির উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটার ৪ প্রকার-
- সুপার কম্পিউটার
- মেইনফ্রেম কম্পিউটার
- মিনিফ্রেম কম্পিউটার
- মাইক্রো কম্পিউটার
মাইক্রো কম্পিউটার আবার ৩ ধরণের-
- পামটপ
- ট্যাবলেট
- ল্যাপটপ
কম্পিউটার সংগঠন
- কম্পিউটারের সংগঠন ৩ ধরণের-
- হার্ডওয়্যার
- সফটওয়্যার
- ফার্মওয়্যার
ফার্মওয়্যার হলো Instruction বা Code যা প্রতিটি হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান তার নির্মিত পণ্যে যুক্ত করে দেন। ফার্মওয়্যার ROM-এ সংরক্ষিত থাকে। এটি ROM ভিত্তিক প্রোগ্রাম।
হার্ডওয়্যার ৩টি ডিভাইসের সমন্বয়ে গঠিত-
- Input device
- Central Processing Unit (CPU)
- Output device
কম্পিউটার পেরিফেরালস- যে ডিভাইসগুলো কম্পিউটারের সাথে যুক্ত থেকে কম্পিউটারের কর্মক্ষমতা ও কার্যপরিধি উভয়ই বৃদ্ধি করে সেই ডিভাইসগুলোকে পেরিফেরাল বলে। শুধুমাত্র ইনপুট ও আউটপুট ডিভাইসগুলোই পেরিফেরালস।