বিসিএস বা যেকোন চাকরির পরীক্ষায় এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন থাকে। আর সর্বাধিক সংখ্যক কমন পাওয়া যায় ৯ম ও ১০ম শ্রেণির বাংলা বই থেকে। তাই এক নজরে দেখে নিন নিচের কতগুলি এক কথায় প্রকাশ।
১ অক্ষির সমক্ষে বর্তমান- প্রত্যক্ষ
২ অনেকের মধ্যে একজন- অন্যতম
৩ আকাশে বেড়ায় যে আকাশচারী- খেচর
৪ আপনাকে যে পণ্ডিত মনে করে- পণ্ডিতম্মন্য
৫ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার- আস্তিক
৬ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার- নাস্তিক
৭ একই মাতার উদরে জাত যে- সহােদর
৮ দিনে যে একবার আহার করে- একাহারী
৯ নদী মেখলা যে দেশের- নদীমেখলা
১০ নষ্ট হওয়াই স্বভাব যার- নশ্বর
১১ নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে- নাবিক
১২ বিদেশে থাকে যে- প্রবাসী
১৩ বিশ্বজনের হিতকর- বিশ্বজনীন
১৪ মৃতের মতাে অবস্থা যার- মুমূর্ষ
১৫ যা অধ্যয়ন করা হয়েছে- অধীত
১৬ যা আঘাত পায়নি- অনাহত
১৭ যা উদিত হচ্ছে- উদীয়মান
১৮ যা কখনাে নষ্ট হয় না- অবিনশ্বর
১৯ যা চিন্তা করা যায় না- অচিন্তনীয়, অচিন্ত্য
২০ যা জলে ও স্থলে চরে- উভচর
২১ যা জলে চরে- জলচর
২২ যা স্থলে চরে- স্থলচর
২৩ যা দমন করা কষ্টকর- দুর্দমনীয়
২৪ যা দমন করা যায় না- অদম্য
২৫ যা নিবারণ করা কষ্টকর- দুর্নিবার
২৬ যা বার বার দুলছে- দোদুল্যমান
২৭ যা বিনা যত্নে লাভ করা গিয়েছে – অযত্নলব্ধ
২৮ যা মর্ম স্পর্শ করে- মর্মস্পর্শী
২৯ যা সম্পন্ন করতে বহু ব্যয় হয়- ব্যয়বহুল
৩০ যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন- অনন্যসাধারণ
৩১ যার আকার কুৎসিত- কদাকার
৩২ যার কোনাে উপায় নেই- নিরুপায়
৩৩ যার কোনাে কিছু থেকেই ভয় নেই- অকুতােভয়
৩৪ যার প্রকৃত বর্ণ ধরা যায় না- বর্ণচোরা
৩৫ যার বিশেষ খ্যাতি আছে- বিখ্যাত
৩৬ যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা
৩৭ যে গাছ কোনাে কাজে লাগে না- আগাছা
৩৮ যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি
৩৯ যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে- কাকবন্ধ্যা
৪০ যে নারী নিজে বর বরণ করে নেয়- স্বয়ংবরা
৪১ যে নারীর কোনাে সন্তান হয় না- বন্ধ্যা
৪২ যে পুরুষ বিয়ে করেছে- কৃতদার
৪৩ যে পুরুষের চেহারা দেখতে সুন্দর- সুদর্শন
৪৪ যে বাতু থেকে উৎখাত হয়েছে- উদ্বাস্তু
৪৫ যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে- অবিমৃষ্যকারী
৪৬ যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না- অপরিণামদর্শী
৪৭ যে মেয়ের বিয়ে হয়নি- অনুঢ়া
৪৮ যে শুনেই মনে রাখতে পারে- শ্রুতিধর
৪৯ যে সকল অত্যাচারই সয়ে যায়- সর্বংসহা
৫০ শুভ ক্ষণে জন্ম যার- ক্ষণজন্মা
৫১ সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদৃগমন